হোম > সারা দেশ > ঢাকা

আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকার ব্যাজধারীরা। এ বিষয়ে হিরো আলম ফেসবুক লাইভে বলেন, ‘হামলার এ ঘটনা নিয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব।’

আজ সোমবার রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এ কথা বলেন হিরো আলম। উপনির্বাচনের ভোট চলাকালে রাজধানীর বনানীতে হামলার শিকার হওয়ার পর তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

এ ছাড়া হিরো আলম বলেন, বর্তমান সরকারের অধীনে আর নির্বাচনে করা যাবে না।

নিজের ওপর হামলাকে পরিকল্পিত উল্লেখ করে হিরো আলম বলেন, কেন্দ্রে অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেওয়ায় তাঁর ওপর আক্রমণ হয়েছে। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যানেরও ঘোষণাও দেন তিনি। হিরো আলম বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য। যারা এ হামলা চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

প্রায় ৭০ জন ইউটিউবার নিয়ে হিরো আলম ভোটকেন্দ্রে গেছে বলে নির্বাচন কমিশনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে ৭০ জন নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে আর নির্বাচনের যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে উল্লেখ করেন তিনি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য