হোম > সারা দেশ > ঢাকা

আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে নৌকার ব্যাজধারীরা। এ বিষয়ে হিরো আলম ফেসবুক লাইভে বলেন, ‘হামলার এ ঘটনা নিয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব।’

আজ সোমবার রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এ কথা বলেন হিরো আলম। উপনির্বাচনের ভোট চলাকালে রাজধানীর বনানীতে হামলার শিকার হওয়ার পর তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

এ ছাড়া হিরো আলম বলেন, বর্তমান সরকারের অধীনে আর নির্বাচনে করা যাবে না।

নিজের ওপর হামলাকে পরিকল্পিত উল্লেখ করে হিরো আলম বলেন, কেন্দ্রে অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেওয়ায় তাঁর ওপর আক্রমণ হয়েছে। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যানেরও ঘোষণাও দেন তিনি। হিরো আলম বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য। যারা এ হামলা চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

প্রায় ৭০ জন ইউটিউবার নিয়ে হিরো আলম ভোটকেন্দ্রে গেছে বলে নির্বাচন কমিশনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে ৭০ জন নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে আর নির্বাচনের যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে উল্লেখ করেন তিনি।

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

সেকশন