হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক খান ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা পৃথক হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খানকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুজনকে পৃথক আদালতে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা। পরে আদালত উভয়কে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ২ দিন রিমান্ড দেন ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহাবুবুল হক। এর আগে গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

অন্যদিকে মকবুল নামের এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে ২ দিনের রিমান্ড দেন ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. ছানাউল্লাহ। গত সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে