শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গভীর জঙ্গলের ভেতরে গাছের ডাল কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি দিয়ে ঢাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান এক নারী। পরে পুলিশ গিয়ে সেগুলোসহ আশপাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে।
শ্রীপুর থানার পুলিশ বলছে, খুলি ও হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা এলাকার গভীর জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) দুপুরে স্থানীয় এক নারী বনের ভেতর লাকড়ি কুড়াতে যায়। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে বনের ভেতরে একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পায়। এরপর হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি-লুঙ্গি সরিয়ে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায়। এরপর তিনি এসে স্থানীয়দের বিষয়টি জানান।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে একজন নারী বনের ভেতরে মানবদেহের মাথায় খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর সঙ্গে সঙ্গে থানার পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে জঙ্গলের ভেতরে পড়ে থাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘এই জঙ্গলে খুব বেশি মানুষের আনাগোনা নেই। হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, এটা বোঝা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘তবে ধারণা করা হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। মানবদেহটি শিয়াল-কুকুরে খেয়ে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়েছে। মাথার খুলি ও হাড়গোড়, পাঞ্জাবি-লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে।’