হোম > সারা দেশ > গাজীপুর

নারী ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি, থানায় অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

কাপাসিয়ায় ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীমের ছবি ব্যবহার করে ‘কাপাসিয়ার নিউজ’ নামে ফেসবুক আইডি থেকে রাজনৈতিক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সন্ধ্যায় কাপাসিয়া থানায় এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন ইউএনও।

জানা গেছে, ‘কাপাসিয়ার নিউজ’ নামে ওই ফেসবুক আইডি চলমান রয়েছে। ফেসবুক আইডিটির প্রোফাইল ছবিতে দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যরত একটি ছবি। সেই সঙ্গে আইডিটির কাভার ছবিটিতে দেখা যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গাজীপুর জেলা বিএনপির নেতাদের ছবি।

জানতে চাইলে ইউএনও তামান্না তাসনীম বলেন, এভাবে অন্যের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কোনো আইডি বা ফেসবুক পেজ আমি ও আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করি না। কেউ তা দেখে বিভ্রান্ত হবেন না।

কাপাসিয়ায় ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ইউএনও মহোদয় বিষয়টি আমাকে জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে ফেসবুকে আইডিটি কে ব্যবহার করছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য