সিন্ডিকেট ভাঙতে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, চাল আমদানির খবরে বাজারে স্থিতিশীলতা এসেছে। সরকার কৃষকের স্বার্থ বিবেচনায় নিয়েই চাল আমদানির অনুমোদন দিয়েছে।
পেঁয়াজ আমদানি বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, মৌসুমি পেঁয়াজের দাম কমই ছিল। পরে দাম বেড়ে যাওয়ায় আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শেষের দিকে পেঁয়াজের ঘাটতি দেখা যায়। এ জন্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আবদুর রাজ্জাক বলেন, দারিদ্র্য বিমোচনে কৃষি বড় ভূমিকা রাখতে পারে। এজন্য কৃষিকে যান্ত্রিকীকরণ বা আধুনিকীকরণ করা হচ্ছে। তিনি কৃষি উন্নয়নের জন্য আধুনিক রিসার্স সেন্টার গড়ে তুলতে উদ্যোক্তাদের আহ্বান জানান। কম্বাইন্ড হারভেস্টর মেশিন কৃষিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।