হোম > সারা দেশ > ঢাকা

‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পুরোধা। মানুষকে বৈষম্যহীনভাবে ভালোবাসতেন তিনি। সম্পূর্ণ বৈষম্যহীনভাবে মানুষের প্রতি তাঁর মায়া-মমতা-দরদই তাঁকে সবার চেয়ে আলাদা করেছে।

আজ সোমবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও সাঁঝের মায়া ট্রাস্টের যৌথ আয়োজনে প্রয়াত ‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর ধানমন্ডিতে সাঁঝের মায়া ট্রাস্টের আঙিনায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এমএসএফের প্রতিষ্ঠাতা ও সাঁঝের মায়া ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা, মহিলা পরিষদের সভাপতি, প্রতিবন্ধী মানুষের জন্য সংগঠন।

সুলতানা কামাল বলেন, ‘কবি সুফিয়া কামালের যা কিছু প্রাপ্তি তাঁর জন্য আমার বাবার সমর্থন ও সহযোগিতা ছিল অপরিসীম। বাবার প্রতিও কৃতজ্ঞা জানাচ্ছি।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণা করেন কবি সুফিয়া কামালের অত্যন্ত কাছের তাহমিনা খান, বদিউদ্দিন নাজির, বিনু আউয়াল, আবুল মনসুর, সৈয়দ আবুল বারাক আলভী, প্রফেসর ড. তানজিমউদ্দিন খান, মহিলা পরিষদের জয়ন্তি রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবিদ শরীফ জামিল, শিক্ষক ও গবেষক আব্দুল্লাহ আল মোহনসহ বিভিন্ন সংগঠন থেকে আগত স্বজনেরা।

আবৃত্তি ও গানে অংশগ্রহণ করেন অদিতি দত্ত, আফিয়া জাহিন রাজকন্যা, ফেরদৌসি রহমান, মাহবুবা সুলতানা লিমা, স্বার্থ, সামিয়া আরিফিন, লাকী, তামান্না ও মুমতাহিনা।

সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি কবিকন্যা সাঈদা কামাল। বক্তারা সমাজ উন্নয়নে কবি সুফিয়া কামালের অবদান, তাঁর জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য