শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল ৪টার দিকে মোল্লাকান্দি এলাকা-সংলগ্ন নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে অর্ধগলিত থাকায় পরিচয় এবং বয়স শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম।
মো. শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পানিতে বেশ কয়েক দিন ধরে ডুবে ছিল। আনুমানিক ৩৫ বছর হবে। লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।