হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন মিয়া (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মিয়া দক্ষিণ সালুয়া গ্রামের ভ্যানচালক নূরুল ইসলামের ছোট ছেলে। ইয়াসিন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।

ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইয়াসিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার নূর ইসলাম নিজের ঘরের ওপর থেকে রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করবেন বলে গাছের নিচ দিয়ে টেনে নেওয়া সেচ পাম্পের বৈদ্যুতিক তার খুলে সরিয়ে নিতে বলেন স্থানীয় কালাচাঁন মুন্সিকে। কিন্তু তার পুরোপুরি না সরিয়ে নূর ইসলামের ঘরের সামনে শজনে গাছে পেঁচিয়ে রাখেন কালাচাঁন। ওই তার থেকে আজ দুপুরে ইয়াসিন বিদ্যুতায়িত হয়ে মারা যান।

ইয়াসিনের বাবা নূর ইসলাম বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে কালাচাঁন ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ঘরের সামনের শজনে গাছে বিদ্যুতের তার পেঁচিয়ে রাখে। এর থেকে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে ইয়াসিন মারা গেছে। ছেলে হত্যার বিচার চাই।’

ঘটনার পর থেকে কালাচাঁন মুন্সি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য