হোম > সারা দেশ > ঢাকা

কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন মিয়া (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মিয়া দক্ষিণ সালুয়া গ্রামের ভ্যানচালক নূরুল ইসলামের ছোট ছেলে। ইয়াসিন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।

ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইয়াসিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার নূর ইসলাম নিজের ঘরের ওপর থেকে রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করবেন বলে গাছের নিচ দিয়ে টেনে নেওয়া সেচ পাম্পের বৈদ্যুতিক তার খুলে সরিয়ে নিতে বলেন স্থানীয় কালাচাঁন মুন্সিকে। কিন্তু তার পুরোপুরি না সরিয়ে নূর ইসলামের ঘরের সামনে শজনে গাছে পেঁচিয়ে রাখেন কালাচাঁন। ওই তার থেকে আজ দুপুরে ইয়াসিন বিদ্যুতায়িত হয়ে মারা যান।

ইয়াসিনের বাবা নূর ইসলাম বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে কালাচাঁন ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ঘরের সামনের শজনে গাছে বিদ্যুতের তার পেঁচিয়ে রাখে। এর থেকে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে ইয়াসিন মারা গেছে। ছেলে হত্যার বিচার চাই।’

ঘটনার পর থেকে কালাচাঁন মুন্সি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন