হোম > সারা দেশ > ঢাকা

নারী নির্যাতনকারী ও নারীর মানবাধিকার লঙ্ঘনকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী নির্যাতনকারী ও নারীর মানবাধিকার লঙ্ঘনকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে এ সব দাবি তুলে ধরেন। এ সময় তারা নির্বাচন কমিশনে স্মারকলিপিও জমা দেন।

এ বিষয়ে ফওজিয়া মোসলেম বলেন, ‘নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো, নির্বাচনী পুরো প্রক্রিয়াটায় নারীরা যেন স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। সে রকম একটি নির্বাচনী পরিবেশ যেন তৈরি করা হয়।’ 

মহিলা পরিষদের ১৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; নির্বাচনে যাতে অধিক সংখ্যক নারী অংশগ্রহণ করতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা; নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীদের নিরাপত্তা ও মর্যাদার দিকে বিশেষ নজর রাখা; রাজনৈতিক দলগুলো থেকে যাতে অধিক সংখ্যক নারীদের মনোনয়ন দেয় সে বিষয়ে দৃষ্টি রাখা; সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ % নারীর প্রতিনিধিত্ব বিষয়ক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর ৯০ নং ধারাটি সংশোধিত অধ্যাদেশেও অন্তর্ভুক্ত রাখা।

নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে মহিলা পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে প্রত্যেক রাজনৈতিক দলের কমিটি সমূহে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিষয়টি তিনি দেখবেন। এ ছাড়া নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা