প্রতিনিধি
জাবি (ঢাকা): বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্লাটুনের নতুন ক্যাডেট ইনচার্জ হয়েছেন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হাসিব সোহেল।
বিষয়টি নিশ্চিত করেন জাবি প্লাটুনের ভারপ্রাপ্ত শিক্ষক তাসলিন জাহান মৌ।
তাসলিন জাহান মৌ বলেন, গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্যাডেটদের বিদায় সংবর্ধনা ও নতুন ইনচার্জের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে হাসিবের নাম ঘোষণা করা হয়।
হাসিব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলায়।