সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে এই আদেশ কার্যকর করার কথা বলা হলেও কী কারণে তাঁদের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
নিয়োগ বাতিল হওয়া তিন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—মো. জাকির হোসেন, কাজী বশির আহমেদ ও শ্যামা আক্তার।
এর মধ্যে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে জাকির হোসেন ও কাজী বশির আহমেদকে। কাজী বশির আহমেদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা প্রত্যেকে এখন রিমান্ডে আছেন।