কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া গত মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন। আজ বুধবার সকালে তাঁর শ্যালক জাহাঙ্গীরকে নিয়ে নৌকা দিয়ে জাল তুলতে যান হাওরে। হারিছ পানিতে নেমে জাল তোলার সময় জাহাঙ্গীর ওপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময়, বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজন ও অন্য জেলেরা মিলে অনেক খোঁজাখুঁজির করে জাহাঙ্গীরের দেহ উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।