হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আম

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আমের গুটি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকায় আমগাছে আসে কম মুকুল। আবার বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে মাঝারি আকৃতির আমের গুটি।

উপজেলার ঘিওর সদর, বানিয়াজুরী, বালিয়াখোড়া, সিংজুরী, নালী, বড়টিয়া, পয়লা ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে আমগাছ। এ ছাড়া রাস্তার পাশেও রয়েছে বিভিন্ন উন্নত জাতের আমগাছ। বর্তমানে এসব এলাকার আমগাছের নিচে দেখা যায় ঝরে পড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট আমের গুটি।

উপজেলার রাথুরা গ্রামের আবুল হোসেন বলেন, ‘সর্বশেষ দিন পনেরো আগে হালকা বৃষ্টি হয়েছে। তারপর আর বৃষ্টির দেখা নেই। দিনদিন তাপমাত্রা বাড়ছে। আমার বাড়ির সাতটি গাছের তিন ভাগের এক ভাগ আম ঝরে পড়েছে। বৃষ্টি না হওয়ায় আম নিয়ে বেকায়দায় রয়েছি।’

এ বিষয়ে বাণিজ্যভিত্তিক আমবাগানের মালিক বানিয়াজুরী (দুর্গাবাড়ি) গ্রামের পলাশ সরকার বলেন, ‘আমগাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করেও গুটি টেকানো যাচ্ছে না। এ সময় বৃষ্টি না হওয়ায় আম নিয়ে চিন্তায় রয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, তাপমাত্রা বাড়ার কারণে বর্তমানে আমগাছে যে গুটি ঝরছে, সেটা স্বাভাবিক। গাছের মালিক, চাষি ও ব্যবসায়ীদের চিন্তার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে বেশি গুটি ঝরলে গাছে পানি দিতে হবে। 

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল