হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জ থেকে অপহৃত শিশু দিনাজপুরে উদ্ধার, ২ নারী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ থেকে অপহরণ হওয়া এক শিশুকে দিনাজপুর জেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপহরণের শিকার শিশু খাদিজা আক্তার (৪) জেলার সাটুরিয়া উপজেলার চর-তিল্লি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ফরিদ মিয়া প্রবাসে থাকায় শিশু খাদিজা মায়ের সঙ্গে পৌরসভার জয়রা এলাকায় সাইজুদ্দিন নামের এক ব্যক্তির পাঁচতলা বাসায় ভাড়া থাকতেন। 

অপরদিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই নারী তিন মাস আগে একই ভবনে খাদিজাদের পাশের ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন। প্রতিবেশী হিসেবে তারা দুই বাড়িতেই আসা যাওয়া করতেন। 

গ্রেপ্তার দুই নারী হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চর-হিজুলী গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে আফরিন রেশমা (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর উপজেলার মৃত শরীফুল ইসলামের মেয়ে ঝুমুর আক্তার (৩৮)। 

ভুক্তভোগী পরিবার এবং সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট দুপুরের দিকে ওই দুই নারী পুতুল কিনে দেওয়ার কথা বলে শিশু খাদিজাকে বাড়ির বাইরে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাঁরা ওই বাড়িতে থাকা একটি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকা নিয়ে যান। এরপর খাদিজার মা বাসায় এসে তাঁর মেয়ে এবং মেয়ের হাতে থাকা মোবাইল ফোন না পেয়ে পাশের ফ্ল্যাটে ভাড়া থাকা আফরিন রেশমাকে ফোন করে মেয়ের কথা জানতে চাইলে তালবাহানা শুরু করেন। 

একপর্যায়ে আফরিন রেশমা খাদিজার মায়ের কাছে নিজের অবস্থান টাঙ্গাইল জেলা জানিয়ে খাদিজার মুক্তির জন্য দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে সময় বেধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে শিশু খাদিজাকে ভারতে পাচার করার হুমকি দেওয়া হয়। 

পরে খাদিজার পরিবার বিষয়টি সদর থানায় জানিয়ে একটি অপহরণের মামলা করেন। এরপর বিষয়টি দ্রুত সমাধানের জন্য র‍্যাব-৪ এবং সেনাবাহিনীর সদস্যদের অবগত করেন। পরে তিন বাহিনী যৌথ অভিযানে গতকাল বুধবার সন্ধ্যায় দিনাজপুর জেলার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক এলাকা থেকে দুই নারীসহ শিশু খাদিজাকে উদ্ধার করে। 

সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার জানান, আফরিন রেশমা ও ঝুমুর এরা মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ছিলেন। এই চক্রটি দেশের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে শিশুদের টার্গেট করে অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। আটককৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা হওয়ার পর আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭