মির্জাপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে বেবি সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত বেবি সিদ্দিকী উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মীর আতোয়ার রহমানের স্ত্রী। তিনি পাঁচ পুত্রসন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বেবি সিদ্দিকীর বাড়ির রান্নাঘরে পানি পান করার সময় হঠাৎ গ্যাসের চুলায় বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরে আগুন লেগে যায়। আশপাশের বাড়ির লোকজন উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করেন। পরবর্তী সময়ে ঢাকার এক হাসপাতালে শনিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে গোড়াই ইউপি সদস্য আদিল খান বলেন, ‘শুক্রবার রাতে গ্যাসের আগুনে পুড়ে তিনি গুরুতর আহত হন এবং শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’