হোম > সারা দেশ > ঢাকা

সাইবার অপরাধ বিষয়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই পুরুষের পাশাপাশি নারীকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আর বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থেকে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীকে তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। সেই সঙ্গে সাইবার অপরাধ সম্পর্কেও সচেতন থাকতে হবে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের কমিউনিটি পপ অব কালার আয়োজিত নারী সম্মেলন সর্বজয়া ২০২৩-এ এসব কথা বলেন বক্তারা। আজ শুক্রবার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সর্বজয়া সম্মেলনে অংশগ্রহণ করেন বিভিন্ন খাতের দেড় শতাধিক নারী। অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে ৫টি সেশন অনুষ্ঠিত হয়। নারীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে আয়োজিত হয় মানসিক স্বাস্থ্য সেশন যেখানে বক্তা হিসেবে ছিলেন লাইফ স্প্রিংয়ের প্রেসিডেন্ট ইয়াহিয়া আমিন। 

ঐশানির আলো সেশনে বক্তব্য দেন আইনজীবী পিয়া জান্নাতুল। সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা তৈরির সেশনে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাসির উল্লাহ অভি। নারীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মুনির হাসান। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাসির উল্লাহ অভি বলেন, ‘অনেকেই এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন। কিন্তু এর নিরাপত্তা সম্পর্কে তারা জানেন না। সাইবার জগতের নিরাপত্তা এবং সাইবার অপরাধ সম্পর্কে নারীদের আরও সচেতন হতে হবে।’ 

সর্বজয়া ২০২৩ সম্পর্কে আয়োজক পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম বলেন, ‘নারীদের উন্নয়নই দেশের উন্নয়ন; তাই পুরুষের পাশাপাশি নারীদেরও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন হওয়া দরকার। নারীদের উন্নয়নে নিশ্চিত করতে তাদের স্বাবলম্বী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। পপ অফ কালার একজন নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য সব ধরনের সকল সহায়তা করে থাকে। নারী দিবসের এই আয়োজনে আমরা সফল নারীদের গল্প শুনি এবং নিজেদের উজ্জীবিত করি, যারা পিছিয়ে আছে তাদের সামনে এগিয়ে নিয়ে আসার সাহায্য করি।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য