বেতন-বোনাস-ওভার টাইমের টাকা না পেয়ে টিএনজেড নামের গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সচিবালয়ের প্রধান গেটের সামনে অবস্থান নেন। আজ সোমবার দুপুর ১২টায় গাজীপুর থেকে এই শ্রমিকেরা সচিবালয়ের সামনে এসে অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের সঙ্গে আলোচনা করলে আধা ঘণ্টা পর সেখান থেকে চলে যান তাঁরা।
আন্দোলনরত পোশাকশ্রমিক শরিফ উদ্দিন বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি বেতন ও বোনাস পরিশোধ করার কথা ছিল। কিন্তু এরপর থেকে সিনিয়র স্যাররা আর অফিসে আসেন না। আমাদের বেতন–বোনাস এখনো পাইনি। পরিবার নিয়ে ঈদ কীভাবে কাটাব, সেটা নিয়ে চিন্তায় আছি।’
আরেক শ্রমিক কামাল হোসেন বলেন, ‘কতটা অসহায় হয়ে আমরা গাজীপুর থেকে রোজা রেখে এই রোদে এখানে এসেছি। আমরা সচিবালয়ে শান্তিপূর্ণভাবে কথা বলতে এসেছি। কোনো ঝামেলা করতে চাই না।’
পোশাকশ্রমিকদের অবস্থানের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর আজকের পত্রিকাকে বলেন, পোশাকশ্রমিকেরা দুপুর ১২টার দিকে পল্টন এলাকা থেকে জড়ো হয়ে সচিবালয়ের সামনে অবস্থান করেন। কিছুক্ষণ অবস্থান করে তাঁরা থেকে চলে চান।