রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি বাসা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
আজ শনিবার দুপুরে খবর পেয়ে সাতারকুল পূর্ব পদরদিয়া এলাকার একটি টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আয়েশা সিদ্দিকা সোমা বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সাতারকুল ব্রিজের আগে পদরদিয়া এলাকার জামির মিয়ার টিনশেড বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গত চার দিন আগে বাসাটি ভাড়া নেয়। প্রচণ্ড দুর্গন্ধ বের হলে এলাকাবাসী থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে জানা যায়নি। তবে পরিচয় দেওয়া স্বামীকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।