হোম > সারা দেশ > ঢাকা

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাকে অব্যাহতি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

সোহান মোল্লা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহান মোল্লাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুঙ্গিপাড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড করার জন্য যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকে যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লার সঙ্গে সাংগঠনিক কোনো কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে সোমবার ভোরে উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০২টি ইয়াবাসহ সোহান মোল্লাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ছবি: সংগৃহীত

ঘটনার দিন বিকেলে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে ছাত্রদল নেতা সোহানকে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ কারণে সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্থান ছাত্রদলে হবে না।

বন দখল করে ব্যক্তিগত রাস্তা

সাগর–রুনি হত্যা: ২০১২–তে ঢাকার গ্রিলকাটা চোরদের খুঁজছে টাস্কফোর্স

সড়ক আটকে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন, যানজটে ভোগান্তি

জাকসু নির্বাচন উপলক্ষে ‘পরিবেশ পরিষদ’ গঠন

রাজধানীর মুগদায় মামার ছুরিকাঘাতে ভাগনে নিহত

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

‘৬ মাসেও সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে’

দুর্জয়ের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

আনসার সদর দপ্তরে টিডিপির মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সেকশন