হোম > সারা দেশ > ঢাকা

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষের ভোগান্তি

আজকের পত্রিকা ডেস্ক­

তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রায় শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যায়। মহাখালী রেলক্রসিংয়ে বিকেল পৌনে ৪টায় সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল থেকে সরেজমিনে দেখা যায়, জাহাঙ্গীর গেট থেকে মহাখালী যাওয়ার রাস্তা বন্ধ থাকায় এই পথে চলাচল করা হাজারো মানুষজন পায়ে হেঁটে চলাচল করছেন। কেউ শিশু সন্তানকে কোলে নিয়ে, কেউ মালামাল হাতে নিয়ে হাঁটছেন। সাইকেল, মোটরসাইকেল ঠেলে নিয়ে রেললাইন পার হচ্ছেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ভোগান্তিতে ক্লিষ্ট।

রাজধানীর মিরপুর থেকে বাড্ডা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। হাতে মালামাল নিয়ে মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় ফ্লাইওভারে ওঠার মুখে বাস থেকে নেমেছি। সেখান থেকে মালামাল হাতে নিয়ে হেঁটেই যেতে হচ্ছে।’

ময়মনসিংহ থেকে আসা মনোয়ারা বেগম নামের এক নারী বলেন, ‘বাসে এসে মহাখালীতে নেমেই দেখি রাস্তা বন্ধ। তাই ব্যাগ কাঁধে নিয়েই হাঁটতে হচ্ছে। বাস কোথা থেকে পাব, আর কীভাবে যাব তা জানি না।’

তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা

ডিএমপির গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জোনায়েদ জাহিদী বলেন, জাহাঙ্গীর গেট থেকে মহাখালীর রাস্তাটা বন্ধ আছে। তবে বিকল্প রাস্তা হিসেবে ফ্লাইওভার দিয়ে যান চলাচল করছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য