হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানের কুড়িপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আব্দুল্লাহপুর টু মৈনারটেক সড়কের কুড়িপাড়ার হাজী সুপার মার্কেটের সঙ্গের বৈদ্যুতিক খুঁটিতে আজ শনিবার ভোর সোয়া ৪টায় এই অগ্নিকাণ্ড হয়। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুছ সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে ওই মার্কেট ও বৈদ্যুতিক খুঁটিসংলগ্ন বাড়িটি রক্ষা পেয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশের লোকজন আগুন আগুন বলে চিৎকার করছে। আর যে যেভাবে পারছে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওই সময় ওই পথ দিয়ে একটি বালুবোঝাই ডাম্পট্রাক যাচ্ছিল। সেটি রাস্তায় থামিয়ে উত্তরখান থানা-পুলিশের ড্রাইভার সুজন ও এলাকাবাসী গাড়িতে উঠে বালু ছিটাতে থাকেন। পরে পুলিশের কয়েকটি টিমও ঘটনাস্থলে আসে। এতে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই সময় কুড়িপাড়া এলাকায় ছিলেন আলমগীর নামের একজন গাড়ির মিস্ত্রি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বসে লুডু খেলছিলাম। তখন দেখি মার্কেটের ওপরের তারে আগুন লাগছে। পরে ৯৯৯-এ ফোন দিয়ে আমরা জানাই। তারপর পুলিশ আসে।’

এদিকে আগুনের খবর পেয়ে উত্তরখান থানার উপপরিদর্শক আব্দুছ সামাদ ও আশরাফুল আলম এবং এএসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে তিনটি টিম ঘটনাস্থলে আসে। তারা রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে বালু-পানি মেরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে উত্তরখান থানার এসআই আব্দুছ সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসী আগুন লাগার খবরটি জানায়। পরে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সহযোগিতায় পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যে জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া গেছে।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন