Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

চকবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
চকবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকবাজারে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও চকবাজার থানা-পুলিশ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

দুই দিন ধরে পরিচালিত অভিযানে গ্রেপ্তাররা হলেন—মো. হুমায়ুন কবির (২৮), মো. আরিফুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন খোকন (৪৮), মো. শাহাবুদ্দিন (৪৫), মো. নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও মো. সুমন (২৬)।

উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি সকালে পরিবেশ অধিদপ্তরের একটি দল চকবাজারে নিষিদ্ধঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে পশ্চিম ইসলামবাগের একটি ভাড়া করা বাসা থেকে ৪০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে সেসব পলিথিন একটি পিকআপে উঠিয়ে ফেরার পথে ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি লাঠি, ইট, লোহার রড ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করে। এ সময় তাঁরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. শওকত আলীকে এলোপাতাড়ি মারধর করে। হামলায় গুরুতর আহত মো. শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা পিকআপটি ভাঙচুর করে ৪০ বস্তা পলিথিন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ছয়জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা করে পরিবেশ অধিদপ্তর।

তালেবুর রহমান বলেন, এ ঘটনায় চকবাজার থানা এলাকা থেকে প্রথমে মো. হুমায়ুন কবির ও মো. আরিফুল ইসলাম নামে দুজনকে এবং পরে খোকন, শাহাবুদ্দিন, মো. নাজমুল হাসান উজ্জ্বল ও মো. সুমন নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরে ১৩ গ্রামে ইফতার

বোমা হামলা নয়, এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ম্যাটস ও ডিএমএফ পাস করাদের দাবির বিরুদ্ধে মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ

মুন্সিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দিনাজপুরে মাজারে বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ

ঢাকা-মাওয়া সড়কের জুরাইনে ২৫০ হকার উচ্ছেদ

ধামরাইয়ে বদ্ধ ঘরে সিলিন্ডার গ্যাস, আগুন জ্বালতেই দগ্ধ হলেন স্বামী-স্ত্রী

৭ মাস পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার