ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক সংগঠন সেভ দ্য রোড। আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। এ সময় রাষ্ট্রীয় খরচে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দাবিও জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আজকে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন সড়ক পথে নৌপথে মানুষ মরছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের অবহেলা এর জন্য দায়ী। ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করতে হবে।
এ সময় সেভ দ্য রোড এর নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, যে সকল লঞ্চ অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখেনি এবং রিকন্ডিশন্ড মেশিনে নির্মিত সকল লঞ্চের রুট পারমিট বাতিলের দাবি জানান।
সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, ঢাকা সাব এডিটরস কাউন্সিল এর সিনিয়র সহসভাপতি আনজুমান আরা শিল্পী, সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলামসহ সদস্য আমিনুল ইসলাম।