মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত উত্তরার যুবলীগ নেতা নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত হয়ে নিজে কারাগারে না গিয়ে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
টাকার বিনিময়ে অন্য একজনকে কারাগারে পাঠানোর ঘটনায় আয়নাবাজি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি যুবলীগ নেতার আয়নাবাজি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তাঁকে আটক করা হয়েছিল। তবে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করলে তিনি জামিনে বের হয়ে যান। হাইকোর্ট সবার ব্যাখ্যা নিয়ে নাজমুলকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।
এর আগে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলার এবং নাজমুল হাসানকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গত ২৪ এপ্রিল নির্দেশ দেন হাইকোর্ট।