হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে অবরোধ নেই, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকারীরা মাওয়ায় পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে তাতে বাধা দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। অবরোধের কারণে সাময়িক সময় পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে তা স্বাভাবিক আছে।

র‍্যাবের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আজ বুধবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে র‍্যাব ও পুলিশ বাধা দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় র‍্যাবের অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার কিছু সময় পর কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করেন। এতে করে দুপাশে আটকা পড়ে যানবাহন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

পদ্মা সেতু উত্তর থানার পুলিশ আজকের পত্রিকাকে জানিয়েছে, সেতুতে প্রায় ৩০ মিনিটের মতো সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ-র‍্যাবের হস্তক্ষেপে পদ্মা সেতুতে যানচলাচল স্বাভাবিক হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য