হোম > সারা দেশ > ঢাকা

দীর্ঘ কয়েক বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই: কাদের সিদ্দিকী 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘দীর্ঘ কয়েক বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষের ভোটের কোনো অধিকার নাই। আমরা মানুষের ভোটের অধিকার চাই। অধিকার আদায়ের জন্যেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আগামী ৭ তারিখে নির্বাচন।’ 

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সখীপুর তালতলা চত্বরে গামছা মার্কার মিছিল শেষে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচন ৭১ সালের মত একটি যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। পাহাড়ের মানুষ মাথা নিচু করে থেকোনা। এক আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া পাহাড়ের মানুষ কারও কাছে মাথা নত করবে না। এই দুনিয়ায় কোনো পেশিশক্তির কাছে মাথানত করে ১০০ বছর বাঁচার চাইতে আল্লাহকে হাজির জেনে একদিন বাঁচা আমি অনেক বড় মনে করি। 

স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ করে বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, ভোটকেন্দ্রে ভোটার আমার দরকার না। ভোটকেন্দ্রে বেশি ভোটার দরকার শেখ হাসিনার। বাইরের দুনিয়ার কাছে তাঁকে ভোট দেখাতে হবে। 

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খান সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী, ছোট ভাই মনসুর আল মামুন আজাদ সিদ্দিকী, বড় মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, আবু জাহিদ রিপন প্রমুখ

এতিমের বরাদ্দসহ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সমাজসেবা কর্মকর্তার নামে দুদকের মামলা

রাজধানীর পল্লবীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

রাজধানীর অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার অধিকতর তদন্ত কমিটি

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

ওসমান পরিবারের নামে জালিয়াতিতে অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ রোহিঙ্গা ১০ দিনের রিমান্ডে

শরীয়তপুরে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

মাদারীপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

ফরিদপুরে গণপূর্তের নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন