হোম > সারা দেশ > গাজীপুর

‘মোবাইল ফোন কাজ না করায়’ মেয়ের ওপর গরম পানি ঢেলে দিলেন মা

গাজীপুর প্রতিনিধি

মোবাইল ফোনে কল আসে না, যায় না। সিম খুলে দেখা গেল তা ভাঙা। এতেই চটে যান নার্গিস আক্তার (২৬)। বকা দেন মেয়েকে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গায়ে ঢেলে দেন গরম পানি। সম্প্রতি গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবীথি ফনিরটেকে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। 

এ ঘটনায় নার্গিস আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁর স্বামী। গতকাল বুধবার ভোরে তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে নার্গিস আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার নার্গিস আক্তার জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আহসান উল্লাহ শেখের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি ফনিরটেকে স্বামী শাহীন খানের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, শাহীন খান তাঁর দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার ও প্রথম সংসারের ৩ মেয়ে সামিয়া (১৪), মৌমিতা (১১), সাউদাসহ (০৪) ফনিরটেক এলাকায় থাকতেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে শাহীন খানের স্কুল পড়ুয়া মেয়ে সামিয়া ওয়াশরুমে তার স্কুলের পোশাক পরিষ্কার করছিল। এ সময় সৎমা নার্গিস আক্তার তার ব্যবহৃত বাটন মোবাইল ফোনে কল না আসা ও না যাওয়ায় সিম খুলে দেখেন ভাঙা। সিম কেন ভাঙা সে বিষয়ে সামিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তিনি রাত সাড়ে ১০টার দিকে গরম পানি জগে ঢেলে সামিয়ার গায়ে ঢেলে দেন। এতে সামিয়ার বাম কাঁধসহ মুখ ও শরীরের কিছু স্থান ঝলসে যায়। 

ওসি আরও বলেন, সামিয়ার চিৎকারে বাবা দৌড়ে ঘরে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। ঘটনার দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়