ঢামেক প্রতিবেদক
রাজধানীর সবুজবাগ দক্ষিনগাঁও এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সানাম আক্তার প্রিয়া (৩০)।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সবুজবাগ দক্ষিনগাঁও শাহি মসজিদের পাশের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে খবর পেয়ে দক্ষিনগাঁওয়ের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাসার মধ্যে গলা কাটা অবস্থায় মরদেহ পড়ে ছিল। ওই নারী বাসায় একাই থাকতেন।
ইয়াছিন আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই নারীর পূর্ব পরিচিতরা তাঁকে জবাই করে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
ওই নারীর বাড়ি মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে। বাবার নাম মান্নু বিশ্বাস ওরফে চুন্নু।