হোম > সারা দেশ > ঢাকা

‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক’

জবি প্রতিনিধি

সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহসমন্বয়ক পরিচয় দিয়ে এক যুবক একটি বাসের হেলপারকে মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে সমালোচনার শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জবির সমন্বয়কেরা। 

গতকাল সোমবার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়তে দেখা যায়। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাসের হেলপারকে মারধর করার সময় ওই যুবক বলছেন, ‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’ 

এক মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যুবকটি হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় দিয়েছেন। তা ছাড়া পুরোটা সময় ওই যুবক মারমুখী অবস্থায় ছিলেন। 

জানা যায়, হেলপারকে মারধর করা যুবকের নাম তোসেফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী। 

শাকিলের পরিচয় নিশ্চিত করে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) ২০১৮-১৯ সেশনের ১৪তম আবর্তনের শিক্ষার্থী, তবে রিঅ্যাড নিয়ে ১৫ ব্যাচের সঙ্গে ক্লাস করে।’ 

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহসমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও এই শাকিলের নাম নেই। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া নূর নবী আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) এমন কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে আমাদের ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সহসমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পদ ছিল না। সাধারণ জনগণ এতক্ষণে বুঝে গেছে, যারা নতুনভাবে দেশ স্বাধীনের সঙ্গে ছিল, তাদের আচরণ এমন হতে পারে না। সে যদি দ্রুত তার ভুল স্বীকার করে জাতির উদ্দেশে ক্ষমা না চায়, ওই হেলপারের কাছে ক্ষমা না চায়, আর সে যে সহসমন্বয়ক ছিল না, এটা যদি না স্বীকার করে তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব।’ 

নূর নবী আরও বলেন, ‘শাকিলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার যে বিষয়টি আসছে, এ বিষয়ে আমরা এখনো সে রকম প্রমাণ পাইনি। তবে সে ছাত্রলীগ করুক আর না করুক, সে যে দুটি কর্মকাণ্ড করেছে, তার জন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩