Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে গৃহবধূ খুন

গোপালগঞ্জ প্রতিনিধি

কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে গৃহবধূ খুন
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিহত শিলা বেগমের স্বজনেরা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শিলা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয় ব্যক্তি।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, বোরো ধানখেতে পানি দেওয়া নিয়ে গতকাল সকালে শিলার স্বামী কওসার মোল্যার সঙ্গে জমির মালিক রবি মোল্যার বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় রবির লোকজন গৃহবধূ শিলা, তাঁর ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম ও ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ধানখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুটি পরিবার ও তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে অভিযান চলছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িত ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ