রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর মোসলেম উদ্দিন প্রামাণিক (৫০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর সেনগ্রাম ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোসলেম উদ্দিন প্রামাণিক ওই এলাকার কিয়ামত প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার বেলা ২টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোসলেম উদ্দিন। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফরিদপুর ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল আজ দুপুরে মরদেহটি উদ্ধার করে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটিম্যান মো. ফিরোজ বলেন, ফরিদপুরের দুই সদস্যের ডুবুরি দলের সহায়তায় নিখোঁজের ২২ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।