Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শামীম মোল্লা হত্যা মামলায় অভিযুক্তদের ক্রম পরিবর্তনের ঘটনায় তদন্ত কমিটি

জাবি সংবাদদাতা

শামীম মোল্লা হত্যা মামলায় অভিযুক্তদের ক্রম পরিবর্তনের ঘটনায় তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। এ মামলায় অভিযুক্তদের ক্রম পরিবর্তনের অভিযোগ উঠেছে মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-১) সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহীকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মোহাম্মদ মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন—উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহউদ্দিন ভূইয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ভূইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। 

অফিস আদেশে গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে। 

এছাড়া শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় নিরাপত্তা শাখার কর্মকর্তাদের অদক্ষতা, নির্লিপ্ততা ও অবহেলা পরিলক্ষিত হওয়ার বিষয়টিও খতিয়ে দেখার জন্য গঠিত আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

তদন্তকাজের সুবিধার্থে ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-১) সুদীপ্ত শাহীনকে তদন্ত চলাকালীন সময়ে সাময়িকভাবে বিএনসিসি অফিসে বদলি করা হয়েছে বলে একটি পৃথক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়েছে।

আরও পড়ৃন–

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশ

মাগুরার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার দাবি

কেউ করছেন বাজার যাচাই, কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য