হোম > সারা দেশ > ঢাকা

১৭৬ কোটি টাকা আত্মসাৎ

এবি ব্যাংকের সাবেক এমডি শামীমসহ ৪ জন কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। জামিন দেওয়া হয়েছে ব্যাংকের দুই কর্মকর্তাকে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

অন্য যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ব্যাংকটির সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) খন্দকার রাশেদ আনোয়ার, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম ও এমারত হোসেন ফকির। আর জামিন দেওয়া হয়েছে ব্যাংক কর্মকর্তা ওয়াসিকা আফরোজী ও সালমা আক্তারকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ ২০২১ সালের ৮ জুন মামলাটি দায়ের হয়। মামলায় এবি ব্যাংকের সাবেক দুই এমডি মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর ছয় আসামি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে তাঁরা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং দুজনকে নারী বিবেচনায় জামিন দেন।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা