Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামির মৃত্যু
আব্দুল আউয়াল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আব্দুল আউয়াল (৬২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলার আসামি। গতকাল রোববার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আউয়ালের মৃত্যু হয়।

আজ সোমবার বিকেলে আব্দুল আউয়ালের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কারাগারের জেলার মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, আব্দুল আউয়াল গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। এরপরে হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করলে আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

নিহতের ছেলে জামান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল আউয়ালের বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গত রোববার উচ্চ আদালত থেকে দুটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়। বিষয়টি জেলে গিয়ে তাঁকে জানিয়ে আসা হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক