হোম > সারা দেশ > ঢাকা

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদনের পরবর্তী তারিখ ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে সড়ক পরিবহন আইনের মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কর্মরত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। 

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই তারিখ ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলী আশ্রাব নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০-এর বেঞ্চ সহকারী ইমরান হোসেন কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।

যে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তাঁরা হলেন সিএমএম আদালতের মোটরযান শাখার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. ফুয়াদ উদ্দিন ও একই শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আবু মুছা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে এসআই ফুয়াদ উদ্দিন দুটি মামলার নথি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর কাছে উপস্থাপন করেন। কিন্তু আসামিরা উপস্থিত না থাকায় ম্যাজিস্ট্রেট কোনো পদক্ষেপ নিতে পারেননি। পরবর্তী সময় ম্যাজিস্ট্রেট জানতে পারেন, তাঁর স্বাক্ষর জাল করে সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের আদেশ সরবরাহ করা হয়েছে। 

এ ঘটনায় আদালত বেঞ্চ সহকারীকে মামলা করার নির্দেশ দিলে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, দীর্ঘদিন যাবত আদালতের মোটরযান শাখার এই দুই পুলিশ কর্মকর্তা ও তাঁদের সহযোগীরা দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে এ ধরনের অপরাধ সংঘটিত করে আসছেন।

ঢাকার আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়ের হওয়ার আগেই এই দুই পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছেন। তাঁরা এখনো গ্রেপ্তার হননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭