হোম > সারা দেশ > ঢাকা

উৎস শনাক্তকরণ রপ্তানিতে বিরাট ভূমিকা রাখবে: মৎস্য অধিদপ্তরের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু মাছ উৎপাদন করলেই হবে না, রপ্তানি আয় বাড়াতে উৎপাদিত মাছের উৎস শনাক্তকরণ (ই-ট্রেসিবিলিটি) নিশ্চিত করতে হবে। এটা মৎস্য রপ্তানি বাড়াতে বিরাট ভূমিকা রাখবে। আজ রোববার রাজধানী মৎস্য অধিদপ্তর মিলনায়তনে ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন (ফোয়াব) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর এসব কথা বলেন। 

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর বলেন, ‘উৎপাদিত মাছের উৎস শনাক্তকরণ নিশ্চিত করতে পারলে রপ্তানির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেওয়া হয়েছিল মৎস্য থেকে ১৫ হাজার কোটি টাকা আয় করা হবে। বিশ্বের ৫২ দেশে মাছ রপ্তানি হয়। আগামী দিনে মৎস্য সেক্টরে বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সেক্টর সবার আগে।’ 

সেমিনারে জানানো হয়, উৎস শনাক্তকরণ নিশ্চিত করা গেলে নিরাপদ খাদ্য পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়া সহজ হবে। রপ্তানি বাণিজ্যে বহির্বিশ্বের ক্রেতাদের আস্থা অর্জন সম্ভব হবে। এতে মৎস্য খাতে রপ্তানি আয় অনেক বেড়ে যাবে। 

ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন) বলেন, ‘নিরাপদ খাদ্য সরবরাহ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। মৎস্য সেক্টরে উৎস শনাক্তকরণ নিশ্চিত করতে পারলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করতে গেলে মৎস্য সেক্টর অনেক অবদান রাখতে পারে। রপ্তানি বাড়াতে মৎস্য উৎপাদনেও বিশেষ নজর দিতে হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবদুর রউফ, নিউজ ২৪ টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য