হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে ১৫ বছরে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহে সাদা দলের কমিটি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার শিক্ষক এবং শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

গত শুক্রবার রাত ৮টায় ঢাবির স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ১৫ বছর (২০০৯–২৪) বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এ সময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার বিবরণ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক হয়েছেন আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। বাকি দুই সদস্য হলেন—উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার।

আজ মঙ্গলবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ইউনিটসমূহের আহ্বায়কদের সহযোগিতায় এক মাসের মধ্যে একটি প্রতিবেদন প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি প্রতিবেদনটি চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাবে।

সাদা দলের সমর্থক শিক্ষকসহ সংশ্লিষ্ট অন্যদের ওই কমিটিকে তথ্য–উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য