হোম > সারা দেশ > ঢাকা

ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম আরিফ টিপু মারা গেছেন। আজ শুক্রবার সকালে ৮টা ২০ মিনিটে মারা যান তিনি। গোলাম আরিফ টিপু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের একজন। 

গোলাম আরিফ টিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছয় দিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন গোলাম আরিফ টিপু। 

ভাষাসংগ্রামী গোলাম আরিফ টিপুর মরদেহ আজ সকালেই হাসপাতাল থেকে তাঁর বেইলি রোডের বাসায় নেওয়া হয়েছে। সেখানকার মসজিদে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ নেওয়া হবে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে। সেখান থেকে নেওয়া হবে তাঁর দলের কার্যালয় মুক্তি ভবনে। বিকেল ৪টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গোলাম আরিফ টিপুর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 

উল্লেখ্য, ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর বাবা আফতাব উদ্দিন আহমদ ছিলেন জেলা রেজিস্ট্রার। ৯ ভাইবোনের মধ্যে টিপু দ্বিতীয়। 

গোলাম আরিফ টিপু কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলনের কর্মী ছিলেন।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন