Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মৃত্যু 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম আরিফ টিপু মারা গেছেন। আজ শুক্রবার সকালে ৮টা ২০ মিনিটে মারা যান তিনি। গোলাম আরিফ টিপু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের একজন। 

গোলাম আরিফ টিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছয় দিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন গোলাম আরিফ টিপু। 

ভাষাসংগ্রামী গোলাম আরিফ টিপুর মরদেহ আজ সকালেই হাসপাতাল থেকে তাঁর বেইলি রোডের বাসায় নেওয়া হয়েছে। সেখানকার মসজিদে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ নেওয়া হবে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে। সেখান থেকে নেওয়া হবে তাঁর দলের কার্যালয় মুক্তি ভবনে। বিকেল ৪টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গোলাম আরিফ টিপুর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 

উল্লেখ্য, ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর বাবা আফতাব উদ্দিন আহমদ ছিলেন জেলা রেজিস্ট্রার। ৯ ভাইবোনের মধ্যে টিপু দ্বিতীয়। 

গোলাম আরিফ টিপু কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলনের কর্মী ছিলেন।

শ্বশুরকে জামাইয়ের ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের