নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরীর সাময়িক বরখাস্তসংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তা ৬ মাসের জন্য স্থগিত করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অসদাচরণের জন্য ৮ নভেম্বর আসাদুজ্জামান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ওই প্রকল্পের একটি প্যাকেজের বিপরীতে দরপত্র ‘বিধিবহির্ভূতভাবে’বাতিল করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ওই বরখাস্ত চ্যালেঞ্জ করে রিট করেন আসাদুজ্জামান।