Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গণপরিবহনে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে।’
 
আজ রোববার দুপুরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণের করোনা টিকার বুস্টার ডোজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব এ কথা বলেন।
 
বিদেশে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশে যাওয়া আসার বিষয়ে আমরা সকলকেই নিরুৎসাহিত করছি। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।’
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভালো জিনিস হচ্ছে ওমিক্রন বেশি ভয়ংকর নয়। তবে কিছু লোক বাড়তি সতর্কতার কথা বলছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। করোনা মহামারি আমাদের উপলব্ধি করিয়েছে এটিকে একক দেশ হিসেবে আমরা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে।’
 
বুস্টার ডোজের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু করতে পেরেছি। এরই মধ্যে বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম দিকে টিকা পেতে বাংলাদেশের অসুবিধা হলে অনেক দেশই টিকার ব্যাপারে সহযোগিতার জন্য এগিয়ে আসে। দেশের সকলকেই টিকার আওতায় আনা হবে।

জাহাঙ্গীরের নামে হারুনের ফ্ল্যাট-প্লট, ক্রোকের নির্দেশ

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম