নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার শাহ আলী থানার দুই উপপরিদর্শককে (এসআই) চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ। ওই দুই উপপরিদর্শকের নাম তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। আমাদের তেজগাঁও বিভাগ তদন্ত করছে।’
এদিকে তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই এসআইকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।