রাজবাড়ীর কালুখালীতে দুটি বাসের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে একটি বাসের চালক মারা গেছেন। অপর ১১ আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালীবাড়ি গড়িয়ানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু শেখ (৪৮) গোল্ডেন লাইন পরিবহনের চালক ছিলেন।
যাত্রীদের বরাত দিয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার কালীবাড়ি গড়িয়ানা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ১২ জন আহত হয়।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাসচালক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক প্রশ্নের জবাবে ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশের প্রাথমিক ধারণা ওভারটেকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।