মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী। তার স্থলাভিষিক্ত হবেন খন্দকার মোস্তাফিজুর রহমান। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন মহাপরিচালক নিয়োগের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২৩ সালের ২৩ ডিসেম্বর মুস্তাকীম বিল্লাহ ফারুকীকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।