হোম > সারা দেশ > ঢাকা

সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুর পরিচয় মিলছে না 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর (১৫) পরিচয় পাওয়া যাচ্ছে না। মাথায় গুলিবিদ্ধ ওই শিশুকে ৫ আগস্ট অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন,‘৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক শিশুটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার মাথার পেছন দিক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটির নাম রাকিব বলে জানিয়েছিলেন তাঁরা।’

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হয়ে শিশুটি থানার পাশে রাস্তার ওপরে অচেতন অবস্থায় পড়ে ছিল বলে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানান। তবে শিশুটির পরিচয় জানাতে পারেননি তাঁরা। 

ইউসুফ আলী আরও বলেন, আজ রোববার বিকেল পর্যন্ত শিশুটির খোঁজে কেউ আসেননি। হাসপাতালের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাকে ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘শিশুটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তার মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে পারে।’

আরিফ হাসান আরও বলেন, ‘শিশুটিকে যেদিন ভর্তি করা হয়, সেদিন পুরোপুরি সে অবচেতন ছিল। দুই দিন পর থেকে তার জ্ঞান ফিরতে শুরু করলে সে অস্পষ্টভাবে কথা বলতে থাকে। এখন সে আংশিক অবচেতন অবস্থায় আছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭