হোম > সারা দেশ > মাদারীপুর

‘ভিড়ে শ্বাস নিতে পারছিলাম না’

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): মা ফেরিতে থাকতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ফেরি ঘাটে ভিড়ার সঙ্গে সঙ্গে লোকজন হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এসময় সেও ব্যাগ হাতে নেমে আসে। পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে ভিড়ের মধ্যে। লোকজন নেমে গেলে ফেরির ডেকে পড়ে থাকতে দেখে মায়ের নিথর দেহ।

বাংলাবাজার ঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর কান্নারত অবস্থায় বিলাপ করে এসব বলছিল নিহত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪)।

ফেরির অপর যাত্রী আমির হোসেন বলেন, ‘ফেরিতে প্রচুর ভিড়। ফেরির ডেকে বেশিরভাগ যাত্রী গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে ছিল। দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে ফেরি বাংলাবাজার ঘাটে ভিড়ার আগেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। লোকজনের ভিড়ে আমরা প্রায় শ্বাস নিতে পারছিলাম না। তার ওপর রোদের কড়া তাপ। অনেকেই পানির জন্য চেঁচামেচি করছিল।'আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চাপে প্রাণ হারান পাঁচ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে আছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার নিপা আক্তার (৩৪) ও আনছার মাতবর (১২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ সকালের দিকে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরী বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এর আগে অন্য একটি ফেরি থেকে নামার সময় যাত্র্রীদের চাপে প্রাণ হারায় আনছার মাতবর।

ঘাট সূত্রে জানা গেছে, আনছারের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। আনছার নড়িয়ার কালিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতবরের ছেলে।

আরও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭