Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

‘ভিড়ে শ্বাস নিতে পারছিলাম না’

প্রতিনিধি

‘ভিড়ে শ্বাস নিতে পারছিলাম না’

শিবচর (মাদারীপুর): মা ফেরিতে থাকতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ফেরি ঘাটে ভিড়ার সঙ্গে সঙ্গে লোকজন হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এসময় সেও ব্যাগ হাতে নেমে আসে। পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে ভিড়ের মধ্যে। লোকজন নেমে গেলে ফেরির ডেকে পড়ে থাকতে দেখে মায়ের নিথর দেহ।

বাংলাবাজার ঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর কান্নারত অবস্থায় বিলাপ করে এসব বলছিল নিহত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪)।

ফেরির অপর যাত্রী আমির হোসেন বলেন, ‘ফেরিতে প্রচুর ভিড়। ফেরির ডেকে বেশিরভাগ যাত্রী গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে ছিল। দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে ফেরি বাংলাবাজার ঘাটে ভিড়ার আগেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। লোকজনের ভিড়ে আমরা প্রায় শ্বাস নিতে পারছিলাম না। তার ওপর রোদের কড়া তাপ। অনেকেই পানির জন্য চেঁচামেচি করছিল।'ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকাআজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চাপে প্রাণ হারান পাঁচ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে আছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার নিপা আক্তার (৩৪) ও আনছার মাতবর (১২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকাজানা গেছে, আজ সকালের দিকে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরী বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এর আগে অন্য একটি ফেরি থেকে নামার সময় যাত্র্রীদের চাপে প্রাণ হারায় আনছার মাতবর।

ঘাট সূত্রে জানা গেছে, আনছারের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। আনছার নড়িয়ার কালিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতবরের ছেলে।

আরও পড়ুন:

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ