নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার ফারাহ্ বিলকিসকে সংবাদ প্রকাশের জেরে রাজারবাগ পীর সিন্ডিকেটের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
বুধবার (৩০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ল রিপোর্টার্স ফোরাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন পৃথক বিবৃতিতে পীরপন্থীদের হুমকির নিন্দা জানায়।
বিবৃতিতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘নিউজ প্রকাশের জেরে এর আগেও রাজারবাগ পীরপন্থীরা আমাদের সদস্যসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও হুমকি দিয়েছেন। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হুমকি প্রদান ও মামলামুক্ত এবং স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।’
ফারাহ্ বিলকিসসহ অন্যান্য গণমাধ্যমকর্মীদের প্রতি হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় বিবৃতিতে।
ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের অধিকারের পরিপন্থী উল্লেখ করেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, হুমকি-ধমকি দিয়ে সত্য প্রকাশ রোধের অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। বরং অপরাধী চক্রের মুখোশ উন্মোচিত হবে।
এদিকে সাংবাদিক ফারাহ্ বিলকিসকে দেওয়া হুমকির ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৩ ও ২৪ আগস্ট রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তাঁর অনুসারীদের নিয়ে প্রতিবেদন সম্প্রচার করি। ওই প্রতিবেদনটি করার সময় রাজারবাগ পীরের অনুসারীরা ফুটেজ নিতে বাধা দেন এবং প্রতিবেদনটি যেন সম্প্রচার না করা হয়, এর জন্য তাঁরা অফিসেও যান। কিন্তু অফিস প্রতিবেদনটি সম্প্রচার করে।’
জিডিতে ফারাহ্ আরও বলেন, ‘তারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে, প্রতিবেদনটি যেন সম্প্রচার না করি। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টের একটি প্রতিবেদন সম্প্রচার করেছিলাম রাজারবাগীদের নিয়ে। তখন তাঁরা রাতের বেলায় আমাদের অফিসে যান প্রতিবেদনটি সরিয়ে দেওয়ার জন্য। পরে অফিস নিরাপত্তার স্বার্থেই প্রতিবেদনটি নামিয়ে ফেলে। তাঁদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হলেই তাঁরা ঝামেলা করেন ও নানাভাবে হয়রানি করেন। এখন আমি প্রতিবেদন প্রকাশ করায় তাঁরা আমার বিরুদ্ধে মামলা করতে পারেন এবং নানাভাবে হয়রানি করতে পারেন বলে আশঙ্কা করছি।’