হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে গাড়িচাপায় মোটরসাইকেলআরোহী ২ বন্ধু নিহত

সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি) 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম। নিহতরা বন্ধু ছিলেন।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুই বন্ধু ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাইফুল ও জাহিদুল মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি ওয়াহিদ মোর্শেদ। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন