হোম > সারা দেশ > ঢাকা

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল ইউএস-বাংলা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ফ্লাইটে পোর্টেবল পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি এয়ারলাইনসটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে যাত্রীদের এই নতুন বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেছে।

এখন থেকে ফ্লাইট চলাকালে যাত্রীরা বিমানে ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না এবং পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ করা যাবে না। এটি বিশেষভাবে ইঙ্গিত করে যে, সাম্প্রতিক সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহারের কারণে উড়োজাহাজের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকি। এ কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইনসের নীতির সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা চালু করেছে।

বিশ্বব্যাপী লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে; যেমন অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া ও মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঝুঁকি মোকাবিলা করার জন্য অনেক এয়ারলাইনস ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে।

তবে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্দেশনা অনুযায়ী, পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নির্দেশনা প্রকাশ করা হয়নি। অর্থাৎ এটি হাতব্যাগ বা চেক-ইন লাগেজে বহন করা যাবে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

ভ্রমণের আগে যাত্রীদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে বিমানবন্দরে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। বৈশ্বিকভাবে এয়ারলাইনসগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ইলেকট্রনিক ডিভাইস সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলা করতে তাদের নীতিমালা উন্নত করছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে