হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: মা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন। 

পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন