হোম > সারা দেশ > ঢাকা

গোপীবাগে ট্রেন লাইনচ্যুতের ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোপীবাগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ এবং মাওয়া-ভাঙ্গা রুটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টার পরে এই রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে কমলাপুর স্টেশনে আটকা পড়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ কখন ট্রেন ছাড়বে এটা নিয়ে সঠিক তথ্য দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। 

রেলওয়ে সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এরপর গোপীবাগ রেলগেটের কাছাকাছি এটি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি এ সময় লাইনচ্যুত হয়। পরে  বগিগুলো সরিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে সাড়ে ১০টার দিকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করা লোকাল ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটে লাইনচ্যুত হয়। রেলযোগাযোগ ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে।

তবে তিনি সাড়ে ১০টার আগেরেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে জানালেও দুর্ঘটনার পাঁচ ঘণ্টারও বেশি পরে রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যাত্রী ইয়াসির আরাফাত ফেসবুক পোস্টে জানান, ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ার কথা সকাল সোয়া ৮টায়। ছাড়ার সময় পার হয়ে যাওয়ার পর জানানো হলো ট্রেন ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হবে, তবে তাঁরা কারণ বললেন না। পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানা গেল গোপীবাগে নারায়ণগঞ্জগামী ট্রেন লাইনচ্যুত হয়েছে, তাই দেরি হবে। সোয়া ৯টা পার হওয়ার পর স্পিকারে ঘোষণা এল ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে। তারপর বলা হলো ১১টার কথা। সাড়ে ১১টার পর বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন ম্যানেজারের রুমে গিয়ে জানলেন তিনি ছুটিতে। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনে সরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তিকে তাঁরা পেলেন না, যিনি অন্তত জানাতে পারেন ট্রেন কখন ছাড়বে। এর মধ্যে আবারও ঘোষণা এল, ট্রেন ছাড়বে ১২টা ২০ মিনিটে। পুরোটা সময় ধরে বাংলাদেশ রেলওয়ে একবারের জন্যও সত্যটুকু স্বীকার করল না যে, তাঁরা আসলে জানেন না ট্রেন ছাড়তে কত সময় লাগবে কিংবা উদ্ধারকাজে কতটা সময় লাগবে।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন